কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহন বাসে বহিরাগতদের হামলায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ঝাউতলা অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২) ভাঙচুর করে হামলাকরীরা।
বাসের চালক মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে বাসটি। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষে বিশাল গাড়ি বহরের একটি র্যালি যাচ্ছিল। এ সময় র্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুড়লে ছাত্ররা তাতে প্রতিবাদ করেন। এর পরপরই র্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করেন। তারা ছাত্র-ছাত্রীদের বেদড়ক মারধর করেন। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হতের কজ্বির রগ কেটে যায়।
প্রত্যক্ষদর্শী লোকপ্রশাসন বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘তাদের দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া ধারালো অস্ত্রের কোপে আক্তারুজ্জামানের হাতের রগ কেটে যায়।
আক্তারুজ্জামানকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টারে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজে নেওয়ার কথা বলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘গুরুতর আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি আরো অনেকে আহত হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ