ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে শহীদ মিনারের আশেপাশে উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নারায়ণগঞ্জে শহীদ মিনারের আশেপাশে উচ্ছেদ অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার লগোয়া অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। এ অংশে চায়ের দোকান ও ক্ষুদ্র পরিসরে খাবার বিক্রির দোকান রয়েছে।



রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালায়।

তবে ভ্যালেন্টাইন ডে-তে হঠাৎ করে উচ্ছেদের কারণে এসব ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ।

এ বিষয়ে পুলিশ বলছে, শহরের যানজট নিরসনে বালুর মাঠের সড়কটি পুরোপুরি কার্যকর করতেই এ উচ্ছেদ অভিযান। এদিন শহরের সলিমুল্লাহ সড়কেও উচ্ছেদ অভিযান চালানো হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. বদরুল আলম মোল্লা বলেন, এ নিয়ে তিনবার তারা আমাকে কথা দিয়েছেন, এখানে আর বসবেন না। কিন্তু তারা কোনো কথা রাখেননি। তাই আজ তাদের উচ্ছেদ করা হয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
 
উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া বলেন, আমরা কয়েকদিন ধরে যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আসছি। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ চলে। অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।