ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা টিস্যু ব্রেকআপ রেজ্যুলেশন

খারাপ অভ্যাস বাদ দিয়ে পুরস্কৃত ১০ তরুণ-তরুণী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
খারাপ অভ্যাস বাদ দিয়ে পুরস্কৃত ১০ তরুণ-তরুণী ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা টিস্যু ব্রেকআপ রেজ্যুলেশন-২০১৬ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্য থেকে ৠাফেল ড্র-তে আইফোন-৬ পেয়েছেন সাইমুল ইসলাম ধ্রুব।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি রেস্তোরায় বসুন্ধরা টিস্যু ক্যান্ডেল লাইট ডিনারে বিজয়ী  সাইমুলের হাতে  আইফোন-৬ তুলে দেওয়া হয়।



ভ্যালেন্টাইন ডে-কে সামনে রেখে বসুন্ধরা টিস্যু খারাপ অভ্যাস বাদ দিতে (ব্রেকআপ) একটি প্রতিযোগিতার আয়োজন করে। ফেসবুকে সেলফি আপলোডের মাধ্যমে ০১ ফেব্রুয়ারি থেকে এটি শুরু হয়। প্রতিযোগীরা তাদের একটি খারাপ অভ্যাস বাদ দিয়ে কারণ উল্লেখ করে বসুন্ধরা টিস্যুর ফেসবুক পেজে সেলফি আপলোড করেন। ০৭  ফেব্রুয়ারি প্রায় দুই হাজার ২শ প্রতিযোগী থেকে ৫০ জনকে বাছাই করা হয়। এ ৫০ জনের তোলা সেলফি ভোটের জন্য আবার ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ফেসবুকে সর্বাধিক লাইক পাওয়াদের ১০ জনকে বাছাই করে তাদের ডাকা হয় বসুন্ধরা টিসু ক্যান্ডেল লাইট ডিনারে। সবার সঙ্গে ছিলেন একজন করে নিকটাত্মীয়।

বিজয়ী ১০ জন হলেন- তাসমিয়া হক, আফরোজ জিনিয়া, নাইম ইবনে শওকত, এস এ বৃষ্টি, সাইমুল ইসলাম ধ্রুব, নাজিয়া আফরিন নিকিতা, সাইফুল হোসেন, তপু, সেতুবন্ধন সরকার ও নাসরিন পারভিন।

এ ১০ জনের কেউ ধুমপান, স্ন্যাকস খাওয়া, মেকাপ দিয়ে ঘুমানো, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি, হিন্দি  সিরিয়াল দেখা  ছেড়েছেন, আবার কেউবা পর্ণগ্রাফি দেখা ও কলম কামড়ানো ছেড়েছেন।

ডিনারে অংশ নেন বসুন্ধরা পেপার লিমিটেডের হেড অব  ব্র্যান্ড   সেলিম উল্লাহ, হেড অব এইচআর দেলোয়ার হোসেন, হেড অব সেলস মো. মাসুদুজ্জামান ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. তৌফিক হাসানসহ ব্র্যান্ড ম্যানেজাররা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।