নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত মেধাবি ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ ফেব্রুয়ারি) মামলার পূর্ব ধার্য্য তারিখে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপমের আদালতে এ বিষয়ে শুনানি হয়।
এসময় নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ আহমেদ সীমান্ত ও ইউসুফ হোসেন লিটনকে কারাগার থেকে এনে আদালতে হাজির করা হয়।
এছাড়া এ মামলায় জামিনে থাকা রিফাত বিন ওসমান ও তায়েব উদ্দিন আহমেদ জ্যাকিও এদিন আদালতে হাজিরা দিয়েছে।
মামলায় ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করা সুলতান শওকত ভ্রমর জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গত মাসে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ পরিদর্শক এসআই গোলাম হোসেন জানান, ত্বকী হত্যা মামলার আগামী ধার্য্য তারিখ ৭ এপ্রিল।
২০১৩ সালের ৬ মার্চ অপহৃত হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে সুলতান শওকত ভ্রমর ত্বকী হত্যার জন্য শামীম ওসমানের ভাতিজা আজমীর ওসমানের জড়িত থাকার কথা জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। যদিও পরে ভ্রমর ১৬৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছে।
র্যাব মামলার তদন্ত করতে গিয়ে ২০১৩ সালের ৭ আগস্ট আজমীর ওসমানের কার্যালয়ে অভিযান চালায়। ২০১৪ সালের ৫ মার্চ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার একটি খসড়া চার্জশিট তৈরি হয়েছে বলে সাংবাদিকদের জানায়।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ