ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় নতুন দৈনিকের আত্মপ্রকাশ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ভোলায় নতুন দৈনিকের আত্মপ্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বীরশ্রেষ্ঠ, ভাষা সৈনিক এবং গুণীজন সম্মানার মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলা থেকে আত্মপ্রকাশ হলো ‘দৈনিক ভোলা টাইমস’ নামে একটি নতুন পত্রিকা।
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির পত্রিকাটির উদ্বোধন করেন।

এ নিয়ে জেলা থেকে প্রকাশিত দৈনিকের সংখ্যা দাঁড়ালো ৫-এ।
 
শহরের বাংলা স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘দৈনিক ভোলা টাইমস’ সম্পাদক আলী জিন্নাহ রাজীব।

প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল হোসেন বিপ্লব, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু প্রমুখ।

বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ও ভাষা সৈনিক রেজা-এ-করিম চৌধুরীকে (চুন্নু মিয়া) মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
 
তাদের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম ও ভাষা সৈনিক রেজা-এ করিম চৌধুরীর পক্ষে তার স্ত্রী নুরজাহান বেগম।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন। উপস্থাপনা করেন তালা তালুকদার বাধন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এক বছরের অধিক সময় ধরে অনলাইন সংস্করণ থেকে পত্রিকাটি প্রিন্ট সংস্করণে আত্মপ্রকাশ করলো।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।