ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনীতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনীতে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনীতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় উপজেলার বাগদি এলাকায় এ ঘটনা ঘটে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় রাতে যানবাহন থামিয়ে ডাকাতি করার সময়ে এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনীতে ৩ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছিল, এলাকাবাসীর অভিযোগ ডাকাতি করে পালানোর সময়ে গণপিটুনী দিলে ওই তিনজনের মৃত্যু হয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

গত বছরের ১০ ডিসেম্বরও আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নে গণপিটুনীতে ৮ ডাকাতের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।