ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচন

বরগুনায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বরগুনায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়ার সময় প্রতিপক্ষের হামলায় বর্তমান চেয়ারম্যান ইউসুফ শরীফসহ (৫৩) ৪জন আহত হয়েছেন।

অন্য আহতরা হলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির, ইউসুফ শরীফের ছেলে জাফর শরীফ (৩০) ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আবদুল মন্নান মৃধা (৬৫)।



হামলার খবর পেয়ে পুলিশ ঘটানাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থানীয় জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাৎকার দিতে এলে যুবলীগ নেতা শিপন জোমাদ্দার ও তার অনুসারিরা এ হামলা চালায় বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফের।

প্রত্যক্ষদর্শরী বাংলানিউজকে জানান, বরগুনার তিনটি উপজেলার ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গির কবির ও মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছিলো।

এসময় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎকার দিতে ঢোকার সময় তার উপর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার অনুসারিরা হামলা চালায়।

এবিষয়ে আহত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ শরীফ বাংলানিউজকে বলেন, স্থানীয় মনোনয়ন বোর্ডের সামনে আমার উপর শিপন ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। আমি এঘটনার তীব্র নিন্দা জানাই।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষের খবর শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখান থেকে আহতদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি আরো বলেন, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।