ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে এসিডে ঝলসে গেলো শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কেরানীগঞ্জে এসিডে ঝলসে গেলো শিশু

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন কমলাচর গ্রামে শরিফুল ইসলাম সজীব (১৫) নামে এক শিশু এসিড দগ্ধ হয়েছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।



তার বাবার নাম শাখাওয়াত হোসেন।

বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সজীবের মা মঞ্জুরা বেগম বাংলানিউজকে জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে দুই ছেলে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা পাশ্ববর্তী কলিসন্ন্যাসী এলাকায় নিয়ে আমার ছেলের শরীরে এসিড ছুড়ে মারে। এতে তার মুখ, হাত ও গলা ঝলসে যায়।

গত মাসে এলাকায় একটি মেলা অনুষ্ঠিত হয়। সেখানে কোনো ঘটনার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা মঞ্জুরা বেগমের।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, এসিডে শিশুটির শরীরের ৫ শতাংশ পুড়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।