ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেবহাটায় বাসের ধাক্কায় ২ ছাত্রী আহত, বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দেবহাটায় বাসের ধাক্কায় ২ ছাত্রী আহত, বাসে আগুন

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাসের ধাক্কায় আমিনা খাতুন (১৪) ও সুমাইয়া খাতুন (১৪) নামে দুই স্কুলছাত্রী।

এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বহেরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহত আমিনা বহেরা উত্তরপাড়ার আরশাদ আলীর মেয়ে ও সুমাইয়া একই গ্রামের মিঠু সরদারের মেয়ে। তারা বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আমিনা ও সুমাইয়া একটি বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি বাস বহেরা বাজার এলাকায় তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক আহত হয়।

দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরইমধ্যে এক ছাত্রীর মৃত্যুর  গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ এসে সকাল সাড়ে ১০টার পর সড়ক অবরোধ তুলে দেয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।