ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবিলম্বে রিয়াদ হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
অবিলম্বে রিয়াদ হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি দাবি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোটেল খাতে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ ও হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হোটেল শ্রমিক নেতারা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।



সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি সোলেমান মল্লিক বলেন, বারবার হোটেল শ্রমিকদের নির্যাতন ও অত্যাচারের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের সঠিক বিচার হচ্ছে না। হোটেল শ্রমিক রিয়াদ হত্যার কয়েক মাস পার হলেও অপরাধী ধরাছোঁয়ার বাইরে। আমরা এর সঠিক বিচার চাই। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

তিনি বলেন, সারাদেশে হোটেল সেক্টরে ২০ লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। তাদের জন্য শ্রম আইনে স্বীকৃত অধিকাংশ বিষয়গুলো কার্যকর নেই। অপরদিকে নামমাত্র মজুরি দিয়ে শ্রমিকদের কাজ করানো হচ্ছে।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় হোটেল শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ এখন সময়ের দাবি। পাশাপাশি শ্রম আইন বাস্তবায়নে কর্মচারীর নিয়োগপত্র, পরিচয় পত্র, ৮ ঘণ্টা কর্ম সময়, উৎসব বোনাস দিতে হবে।

সমবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করার কথা জানান সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি সোলেমান মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, এসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
একে/আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।