ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপিতেও প্রার্থী মনোনয়ন দেবেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইউপিতেও প্রার্থী মনোনয়ন দেবেন শেখ হাসিনা

ঢাকা: পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় সভাপতি শেখ হাসিনাকে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।



আইন অনুযায়ী, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিকে জানাতে হয়। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্র সহকারে মনোনয়নপত্র প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়।

সেই মোতাবেক দলটির পক্ষ থেকে আফজাল হোসেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের কাছে শেখ হাসিনাকেই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চিঠি দিয়েছেন।

এ সময় তার সঙ্গে দলটির নেতা সুজিত রায় নন্দী, এস এম কামাল উপস্থিত ছিলেন।

আগামী ২২ মার্চ দেশের প্রায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।