ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিচারপতি নজরুলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন অ্যাটর্নি জেনারেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিচারপতি নজরুলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: সরকারি সুবিধায় থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলা থেকে সরে দাড়াঁনোয় তাকে সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ  সাধুবাদ জানান।



এর আগে বিতর্কের মুখে সকালে মীর কাসেম আলীর পক্ষের আইনজীবী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নেন নজরুল ইসলাম চৌধুরী।
 
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যখন অবসরে গিয়েছেন তখন আমার বদ্ধমূল ধারণা ছিলো তিনি সরকারি বাড়ি ছেড়ে দিয়েছেন এবং গানম্যান ছেড়ে দিয়েছেন। এরপর যেদিন তিনি মীর কাসেম আলীর পক্ষে মামলায় শুনানি করছেন সেদিন এক সহকর্মী (সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) বিষয়টি আমাকে অবহিত করেন। তখন আমি পরের দিন সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করি।

বৈরী চাপে বিচারপতি নজরুল নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আপত্তি জানানোর পরেও বিচারপতি চৌধুরী মামলার কার্যক্রমে অংশ নিয়েছেন। এখন উনি কেন এ সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি ভালো জানেন। আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

সরকারি সুবিধা নিয়ে মামলা পরিচালনাকে অনৈতিক বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০১৬
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।