ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজধানীর মোহাম্মদপুরে ৫ ডাকাত গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, তাদের কাছে থেকে ডাকাতির সরঞ্জাম দেশীয় সস্ত্র পাওয়া গেছে।



গ্রেফতার ব্যক্তিরা হলেন সঞ্জয় মণ্ডল ওরফে অসীম মণ্ডল, মো. আজিজুল শেখ ওরফে আশিকুল, খোরশেদ আলম ওরফে জামাই, মো. মাসুদ ও মো. পলাশ কবিরাজ ওরফে কালু।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকায় বুড়িগঙ্গা নদীর ধার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মারুফ হোসেন আরও জানান, ডাকাতরা ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করতো বলে স্বীকার করেছে। তদন্ত করে দেখা গেছে, তাদের নামে মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নড়াইল ও মাগুরা জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানাতেও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসজেএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।