ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলিতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
হিলিতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মাহি ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হিলি বাজার-রেলওয়ে স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত শিশু রেলওয়ে স্টেশন এলাকার পল্লব হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, বিকেলে শিশুটি বাড়িতে বল নিয়ে খেলা করছিলেন। এক পর্যায়ে বলটি বাড়ির বাইরে চলে যায়। বল নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।  
 
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।