ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রবাসী নারীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সিলেটে প্রবাসী নারীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে রোকেয়া হক নামে এক প্রবাসী নারীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে নগরীর মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের এবি ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাসায় ফেরার পথে জেল রোড এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন।

তিনি নগরীর হাওয়াপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোকেয়া হক তার ভাইকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী তাদের বাহনের গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ও ব্রিটিশ পাসপোর্ট ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, সিসি ক্যামেরায় ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।