ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাস্তার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকে। এ অবস্থা দেখে খারাপ লাগায় নিজেই ময়লা পরিষ্কার করতে নেমে পড়েছেন গেডরি রহমান নামে এক বিদেশিনী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অাখাউড়া শহরে অাচমকা এমন দৃশ্য দেখে অবাক হন অনেকে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুনিয়ার নাগরিক গেডরি হাতে গ্লাভস পরে বড় একটি ব্যাগ নিয়ে ময়লা-আবর্জনা কুড়াতে শুরু করেন। সেসময় তার পেছন পেছন ছুটতে থাকে স্থানীয় স্কুল-কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তার এমন কাজ দেখে বিস্মিত হন স্থানীয়রা।
ওই বিদেশিনী শহরের সড়ক, শহীদ মিনার, কলেজ ও থানা ভবন থেকে শুরু করে পৌরসভাসহ সব প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা অাবর্জনা পরিষ্কার করেন। শেষ অবধি এসব অাবর্জনা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান না পেয়ে হতাশ হন তিনি। পরে কুড়ানো ময়লা-অাবর্জনা সাতটি ব্যাগে ভরে চলে অাসেন পৌর ভবনে।
জানা যায়, অাখাউড়া শহরের শীল পাড়ার মুশফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। লন্ডনেই পরিচয় হয় গেডরির সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই প্রেম গড়িয়েছে পরিণয়ে। লন্ডন থেকে আখাউড়া এসে ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে জড়ান তারা।
গেডরি জানান, ইন্টারনেটে সার্চ করে বাংলাদেশের প্রতি মুগ্ধতা জন্ম নেয় তার। কিন্তু অপরিষ্কার আর নোংরা পরিবেশের জন্য কষ্টও পান তিনি। তাই জাহিদকে তিনি আগেই বলে রেখেছিলেন যে বাংলাদেশে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন। সেই পরিকল্পনা থেকেই অাখাউড়ায় এসে রাস্তায় নেমে পড়েন।
গেডরি রহমানের স্বামী জাহিদ জানান, সবাই যদি নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখি তাহলে খুব সহজেই আমাদের শহর পরিচ্ছন্ন থাকবে। তিনি এ কাজে সহযোগিতার জন্য তার বন্ধু-বান্ধব ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
গেডরির এমন কাজে বিস্মিত হয় খোদ পৌর কর্তৃপক্ষও। পৌর কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে।
অাখাউড়া পৌরসসভার সচিব মো. আলী আজম হোসেন বলেন, ওই গেডরি চোখে অাঙুল দিয়ে দেখিয়ে দিলেন, অামরা কতোটা অসচেতন, কাণ্ডজ্ঞানহীন। তার এমন ভালো কাজ দেখে সত্যিই উদ্বুদ্ধ হয়েছি। এখন থেকে অামরা নিয়মিত অাবর্জনা পরিষ্কার করবো।
অাখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। পরিচ্ছন্ন শহর গড়তে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই