ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মিরপুরে নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরে গলায় ফাঁস লাগিয়ে মরিয়ম খাতুন (১৯) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের রূপনগর ১৫ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।



পরে বিষয়টি টের পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মরিয়মকে মৃত ঘোষণা করেন।
 
মরিয়ম কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কুটিচন্দ্র গ্রামের মজলু মিয়ার মেয়ে। তিনি মিরপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র ‍দাস বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 
মরিময়ের বাবা মজলু মিয়া বলেন, ‘আমি ঢাকা বাইরে ছিলাম, আজ বাসায় এসে ছোট মেয়ের কাছে শুনি বড় মেয়ে মরিয়ম কার সাথে যেন ফোনে কথা বলে। আমাদের ‍আলাপ-আলোচনা শুনলেও তাকে আমরা কিছু বলিনি। ’

‘দুপুরের পর মরিয়ম পাশের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনতে পাই। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।