সিলেট: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে আরও দু’টি মামলা রেকর্ড করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদার আদালতে ১শ’৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ।
অন্যদিকে, সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।
সিলেটে দায়েরকৃত মামলাটির ব্যাপারে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে ৫০১, ৫০২ ও ৫০৫ ধারায় দায়েরকৃত মামলাটি তদন্তে ওসি সদরকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। মামলার বাদী পক্ষের আইনজীবী শফিকুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী সৈয়দ আবুল কাশেম বাংলানিউজকে বলেন, সে সময়ে সংবাদিকরা লিখেছেন লেখার স্বার্থে। কিন্তু মাহফুজ আনাম লেখার স্বার্থে নয়, নেপথ্যে থেকে দুই নেত্রীকে মাইনাস ফর্মুলায় ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এখনও তিনি এই ষড়যন্ত্রে জড়িত। এই সরকার ক্ষমতায় ঠিকে থাকুক, সেটা তিনি চান না।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে আরও দু’টি মানহানির মামলা দায়ের করেন।
তত্বাবধায়ক সরকারের সময়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাই না করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এ দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এনইউ/আরআই