চাঁদপুর: ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ও বিচ্ছিন্ন কিছু ঘটনায় চারজন আহত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
তবে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টায় ভোটগ্রহণ চলাকালে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাই করে। এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাসেদুজ্জামান ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। এছাড়াও বিচ্ছিন্ন ঘটনায় আহত হয়েছেন চারজন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সবক’টি কেন্দ্রের বাহিরে সরকারদলীয় লোকজনের প্রভাব বিস্তার করছে।
সকাল ১১টায় কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এসময় একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
একই কেন্দ্রে দুপুর ১টায় ভোটগ্রহণ চলাকালে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাই করে। এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাসেদুজ্জামান ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে। নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ও করফুলুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এছাড়া উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেহের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর লোকজন প্রভাব বিস্তার করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় অন্তত তিনজন আহত হয়।
এ নিয়ে দুপুরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের কাছে অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার লোকজনদের পুলিশ পিটিয়ে বের করে দিচ্ছে। এদিকে দুপুরে একটি কেন্দ্রে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সবক’টি কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করছে। এছাড়া চারটি কেন্দ্র দখল করে নিয়েছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে বলেন, দুই/একটি কেন্দ্র ছাড়া সবক’টিতে ভোটর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে যেসব কেন্দ্রে অভিযোগ পাওয়া গেছে সঙ্গে সঙ্গে সেখানে অতিরিক্ত নিরাপত্তা কর্মী দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে মেয়র পদে দুইজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ