ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেন লাইনচ্যুত

চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের লালপুরের আব্দুলপুর জংশনের প্রবেশ মুখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।



এদিকে, বিকেল ৪টায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার করে আব্দুলপুর স্টেশনে রাখা হয়েছে।

এর আগে সোমবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পশ্চিম অঞ্চল) শওকত জামিল মোহসির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার মারফিন হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেন আব্দুলপুর স্টেশনে ঢোকার সময় ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ৩নং লাইনে ঢোকার কথা থাকলেও ৫নং লাইনে ঢুকে পড়ে।

ট্রেনের চালক আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, আগের স্টেশনের ছাড়পত্র নিয়েই তিনি ট্রেন নিয়ে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে আব্দুলপুর স্টেশনের হোম সিগনাল দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে, এতে ট্রেনের বা যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। সব স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি

**  লালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চলাচল স্বাভাবিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।