বেনাপোল (যশোর): পাচারের শিকার বাংলাদেশি পাঁচ নারী-শিশুকে তিন বছর পর ফেরত পাঠিয়েছে ভারত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, খুলনার কয়রা উপজেলার নওয়াব আলী গাজির ছেলে সাইফুল গাজি (১২), নওয়াবের স্ত্রী রাশিদা বিবি (৩৮), বাগেরহাটের মড়েলগঞ্জ উপজেলার খোকন সাহা ফকিরের দুই মেয়ে বর্ষা খাতুন (১২) ও নার্গিস খাতুন (১৪) এবং নীলফামারীর জলঢাকা এলাকার মৃত ইজ্জত আলীর মেয়ে হালিমা খাতুন (২৪)।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার ওয়াফি বাংলানিউজকে জানান, দেশে ফেরত আসা বাংলাদেশি পাঁচ নারী-শিশুরা দালালের যোগসাজগে তিন বছর আগে সীমান্ত পথে ভারত যায়। পরে ভারতের কলকাতায় রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের লিলুয়া শেল্টার হোমের কর্মকর্তারা সেখান থেকে তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির একপর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ “রিপ্রেজেন্টটেটিভ” স্বদেশ প্রতাবর্তন আইনে সোমবার সন্ধ্যায় এদের দেশে ফেরত আনা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশ মহিলা আইনজীবী সংস্থা যশোর অফিসের কর্মকর্তা অ্যাডভোকেট নাসিমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা ফেরত আসা পাঁচজনকে নিজ পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ