টাঙ্গাইল: ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১২০ (ক)/১২৪ (ক)/৫০০/৫০১ দঃ বিঃ ধারায় রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করেন।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার প্রচেষ্টায় একটি সংস্থার সরবরাহকৃত তথ্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।
এছাড়া ২০০৭ সালের ৩ জুন শেখ হাসিনা বিত্তবানদের কাছ থেকে টাকা নিতেন শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়।
এ সংবাদ প্রকাশ করার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাংলাদেশ আওয়ামী লীগের ও বাদীর নিজের ১০০ কোটি টাকার মানহানি হওয়ায় এবং রাষ্ট্রদোহ সংবাদ প্রকাশ করায় মামলাটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ