আশুলিয়া (ঢাকা): যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় সিসিডিবির হোপ ফাউন্ডেশনের দুটি ভবন। ভবন দুটিতে বড় ধরণের ফাটল ধরায় অফিসের কর্মকর্তা কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গেলে এ দৃশ্য দেখা যায়।
কিছুদিন আগে হটাৎ করেই ভবন দুটিতে ফাটল ধরে। পর্যায়ক্রমে ফাটলগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে হোপ ফাউন্ডেশনের পরিচালক (অব.) উইং কমান্ডার খ্রিষ্টোদার বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ভবনটিতে আমরা কার্যক্রম চালাচ্ছি।
জানা গেছে, ২০০৫ সালে আশুলিয়ার বাড়ইপাড়ায় ২০ বিঘা জমির ওপর মাটি ভরাট করে হোফ ফাউন্ডেশনের দুটি ভবন নির্মাণ করা হয়। দুটি ভবনের একটি দো’তলা ও অপরটি তিন তলা। ৬৬ জন কর্মকর্তা কর্মচারী অফিস করছেন ওই ভবনে। হোফ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মি. জয়ন্ত অধিকারী নামের এক ব্যক্তি। বিভিন্ন প্রশিক্ষণের জন্য সাধারণত ভবন দুটি ব্যবহৃত হয়।
ভবনে ফাটল ধরার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ও হোপ ফাউন্ডেশনের মূল্যবান যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। এই হোফ ফাউন্ডেশনের ভেন্যুতে প্রতিদিন প্রশিক্ষণ নিতে আসা বা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আসা ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিয়েই অবস্থান করে থাকেন।
দেশি লোকজনের পাশাপাশি বিদেশিরাও এই ভেন্যু ভাড়া নিয়ে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে প্রশিক্ষণ নিতে আসা ব্যক্তিরা সারাক্ষণ ভীতির মধ্যে থাকেন।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা বাংলানিউজকে জানান, আমি শুনেছি হোফ ফাউন্ডেশনের দুটি ভবনের দেয়াল ও মেজেসহ বিভিন্ন স্থানে ছোট-খাটো ফাটল দেখা দিয়েছে। খুব শিগগিরই আমি হোফ ফাউন্ডেশনের ভবন দুটি সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেবো।
এদিকে হোপ ফাউন্ডেশনে আসা প্রশিক্ষণার্থীরা কর্তৃপক্ষকে অবিলম্বে বুয়েট প্রকৌশলী দিয়ে ভবন দুটি পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৬,২০১৬
বিএস