ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পাচ্ছেন আনোয়ার ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পাচ্ছেন আনোয়ার ফারুক

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। অতিরিক্ত সচিব হিসেব দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি জাতীয় বীজ বোর্ডের সদস্য সচিবের দায়িত্বও পালন করছেন।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রনালয়ের এসএম শফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের ৩১তম সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তিনি বর্তমান সচিব শ্যামল কান্তি ঘোষের স্থলাভিষিক্ত হবেন।

দীর্ঘ ১১ বছর ধরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে থাকা এই ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। জাতীয় বীজ বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ফসলের ৮শ’টির বেশি জাত অবমুক্তের অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে আনোয়ার ফারুক বলেন, দীর্ঘদিন ধরে কৃষি মন্ত্রনালয়ের সঙ্গে তার পথ চলা। দায়িত্ব পালনকালে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও নীতি প্রণয়নে সবসময়ই সচেষ্ট ছিলেন তিনি।

সূত্র জানায়, ১৯৮২ নিয়মিত বিসিএস (প্রশাসন ক্যাডার) সাবেক সচিবালয় ক্যাডারে সহকারী সচিব পদে যোগদান করেন আনোয়ার ফারুক। এরপর তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, ব্যাংকিং বিভাগ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে এ মন্ত্রণালয়ে যাত্রা শুরু তাঁর। এ দায়িত্বে থাকা অবস্থায় তিনি ২০০৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। দায়িত্ব পালন কালে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পর তিনি নার্সারি গাইড লাইন প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন নতুন জাত অবমুক্ত ও নিবন্ধন করণ। বীজ শিল্প উন্নয়নে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ মাসব্যাপী বীজ প্রযুক্তির উপর ডিপ্লোমা কোর্স চালু করা, জাতীয়, আন্তর্জাতিক ও জেলা পর্যায়ে বীজ সম্মেলন ও মেলা অনুষ্ঠানের উদ্যোগ নেন।

বাংলাদেশ হতে কৃষি পণ্য বিশেষ করে আলু ও সবজি রপ্তানিতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। একজন সফল সংগঠক হিসেবে বিভিন্ন জাতীয় দিবস বিশেষ করে বিশ্ব খাদ্য দিবস, জাতীয় ফল মেলা, কৃষি পণ্য মেলা, সবজি মেলা আয়োজনের কৃতিত্ব রয়েছে তার।

কুমিল্লার দাউদকান্দির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালে জন্ম তার। কুমিল্লা মডার্ন স্কুল থেকে প্রাইমারি শিক্ষাজীবন শেষ করে কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৩ সালে ১ম শ্রেণিতে মাধ্যমিক পাস করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে ১৯৮০ সালে প্রথম শ্রেণিতে সম্মান ও পরের বছর স্নাতকোত্তর পাস করেন।

চাকরিকালীন সময়ে ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ (লোক প্রশাসনে এমএ) ডিগ্রি গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলী হোসেন ভুইঞা ও মায়ের নাম রিজিয়া বেগম।

বিবাহিত জীবনে তিনি এক ছেলে ও দুই কন্যার পিতা। বিশ্বের ১৯টি দেশে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ভ্রমণ করেছেন। পেশা দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের দায়িত্বও পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।