নড়াইল: নড়াইল সদরের শাহবাদ ইউনিয়নের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সরশপুর ও চরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সরশপুর গ্রামের পরিমল সিকদার (৬১), আলী নুর (৪০), রেজাউল ইসলাম (৫৫), রিয়াজ (২৪), তবিবার রহমান (৩৫), আকবর (৩০), বাচ্চু মোল্লা (৩৬), হাসমত (৫৯)। এদের নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
গুরুতর অবস্থায় সরশপুর গ্রামের রেজাউল ইসলামকে (৫৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
এছাড়া চরবিলা গ্রামের মশিউর রহমানসহ (৫৫) বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে সরশপুর কালিবাড়ি বাজারে একটা দোকানের সামনে একটি নছিমন গাড়ি রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ওই দুই গ্রামের লোকের মধ্যে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ১৩ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাষ বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ