সাভার: সাভারে ‘ব্রাইট ফিউচার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের একটি (এমএলএম) কোম্পানি প্রায় চারশ’ জন চাকরি প্রত্যাশী যুবকের এক কোটি ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় ওই যুবকরা এখন পথে বসেছেন।
এদিকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের মফিজ প্লাজায় ওই কোম্পানির অফিসের সামনে চাকরি প্রত্যাশীরা টাকা ফেরতের দাবিতে অবস্থান নেন।
ভুক্তভোগীরা জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের পেছনে মফিজ প্লাজায় অবস্থিত একটি কোম্পানির শোরুমের সেলসম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে আসছিল ব্রাইট ফিউচার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি। প্রতারণার কৌশল হিসেবে তারা চারশ’ যুবকের কাছ থেকে ত্রিশ হাজার করে টাকা জামানত হিসেবে নেয়।
এক পর্যায়ে চাকরি প্রত্যাশীদের প্রায় এক কোটি বিশ লাখ টাকা নিয়ে ঐ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজ চয়ন ও পরিচালক ওয়াসিম অফিসে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দেয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালিক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ওই কোম্পানির মালিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০১৬
এসএনএইচ/জেডএস