ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেরিন একাডেমি ক্যাডেটদের ৭ দফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মেরিন একাডেমি ক্যাডেটদের ৭ দফা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ সম্প্রসারিতসহ ৭ দফা দাবি জানিয়েছেন মেরিন একাডেমির ক্যাডেটরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলদিয়া মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশরাফ ইবনে নুর।

তিনি বলেন, মেরিন ক্যাডেটদের সমস্যা সমাধানের জন্য অবিলম্বে সরকারকে এগিয়ে আসতে হবে। অন্যথায় বিদেশি কোম্পানিগুলোতে বাংলাদেশি ক্যাডেটদের চাকরির বাজার সংকোচন হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সের ২৩৭ (২) (বি) নম্বর ধারায় বর্ণিত মেরিটাইম অ্যাডভাইজরি কমিটির আলোকে একটি কমিটি গঠন করে বিদেশি কোম্পানিতে চাকরির বাজার সম্প্রসারণ করতে হবে, একটি আলাদা মেরিটাইম কমিশন গঠন করতে হবে ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আইনের প্রয়োগ শতভাগ নিশ্চিত করতে হবে।

এছাড়া জাল সিডিসি বন্ধ ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেশিন রিডেবল সিডিসি চাল‍ু, অসাধু সিডিসি প্রদানকারীদের শাস্তির আওতায় আনা, ভিসা সমস্যা দূরীকরণ এবং নাবিকদের জন্য ওকে টু বোর্ড সহজীকরণের দাবি জানানো হয়।  

এ সময় অন্যদের মধ্যে ক্যাপ্টেন কামরুল ইসলাম, চিফ অফিসার তানিম আলী, আশিক ইমরান, মো. শের শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এক্স-ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ক্যাডেটরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।