ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ২ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বরিশালে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ২ মামলা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম

বরিশাল: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বরিশালের আদালতে পৃথক দু‘টি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও অপর আইনজীবী অ্যাড. কাইয়ুম খান কায়সার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দু’টি দায়ের করেন।



আদালত মামলা দু’টি আমলে নিয়ে ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন।

উভয় মামলায় উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যে সংবাদ প্রকাশ করায় এ মামলা দায়ের করা  হয়।

বাদী রফিকুল ইসলাম খোকনের আইনজীবী শেখ আবদুল কাদের বাংলানিউজকে জানান, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই সরবরাহকৃত ভুল তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করে মাহাফুজ আনাম তার সম্পাদিত ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করেন।

যে মিথ্যে সংবাদের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হতে হয়।

এসব ঘটনার প্রেক্ষিতে বাদী রফিকুল ইসলাম খোকন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ১শ’ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন।

বিচারক মুহাম্মদ আলী হায়দার মামলাটি আমলে নিয়ে ২০ মার্চ আসামিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

অপরদিকে কাইউম খান কায়সার কর্তৃক দায়েরকৃত মামলার আইনজীবী মো. খালেক খান জানান, একই ধরনের ঘটনায় বাদী কাইউম খান কায়সার মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট আদালতে ১শ’ কোটি টাকার মানহানির মামলা করেন।

বিচারক মো. রফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ২৯ মার্চ আসামিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।