ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানহানির মামলা

মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জে গ্রেফতারি পরোয়ানা মাহফুজ আনাম

নারায়ণগঞ্জ: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। তার বিরুদ্ধে দায়ের করা ১০ কোটি টাকার মানহানির মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


 
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাহফুজ আনামের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া।
 
মামলার শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।
 
শুনানিতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
 
বাদী মামলায় অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম তার ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন যাতে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং তাকে এ সংবাদের কারনে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। সম্প্রতি তিনি স্বীকারও করেছেন যে, তার প্রকাশিত সংবাদ মিথ্যা ছিল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।