ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় গ্রাম পুলিশ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নওগাঁয় গ্রাম পুলিশ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষে নওগাঁর মান্দায় বার্ষিক গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক ও সভাপতিত্ব করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মান্দা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুর রহমান খান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে গ্রাম পুলিশের কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সমাবেশ শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।