কক্সবাজার: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ‘বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার শহরের কলাতলীতে আবাসিক হোটেল সী প্যালেসে এ সম্মেলন চলছে।
একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার সভাপতিত্বে এবং ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিল আর সিনহা, পরিচালক নাগিনা আফজাল সিনহা, জাহানারা মিজান সিনহা, সাবরিনা সিনহা, ফাহিম সিনহা, সিলভানা সিনহা, পরিচালক (সেলস) গোলাম রব্বানী ভূঁইয়া, উপদেষ্টা (বিপণন) অনিমেষ পাল, মহাব্যবস্থাপক (বিপণন) মিনার হোসেন খান, ডিজিএম (সেলস) এস তরফদার।
অনুষ্ঠানের শুরুতেই একমি’র প্রতিষ্ঠাতা প্রয়াত হামিদুর রহামন সিনহা ও তার স্ত্রী বেগম নুর জাহান সিনহার প্রতি শোক জ্ঞাপন করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত কর্মকর্তাদের প্রতি সম্মান প্রর্দশন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল একমি’র কার্যক্রম পর্যালোচনা এবং বিপণন ও বিক্রয় কর্মপরিকল্পনা, কর্মীদের পুরস্কার বিতরণ। এছাড়া সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সম্মেলনে বক্তারা বলেন, একমি ল্যাবরেটরিজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। যা বছরের পর বছর তার ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখে চলছে। ২০১৫ সালে একমি সন্তোষজনক প্রেসক্রিপশন শেয়ার অর্জন করেছে। তবে প্রতিযোগিতার বাজারে এ অর্জনের তুলনায় আরও বেশি কিছু অর্জন করা প্রয়োজন। তাই চেয়ারম্যান থেকে শুরু করে ফিল্ড অফিসার পর্যন্ত সকলকে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিটি/আইএসএ/টিসি