ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাহমুদুল ইসলামের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মাহমুদুল ইসলামের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক সুরেন্দ্র কুমার সিনহা ও মাহমুদুল ইসলাম

ঢাকা: দেশের বরেণ্য ও প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এক শোকবাণীতে সুপ্রিম কোর্ট পরিবারের পক্ষে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করেন প্রধান বিচারপতি।



শোকবাণীতে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মাহমুদুল ইসলামের অকস্মাৎ প্রয়াণে সমগ্র সুপ্রিম কোর্ট পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে। সাংবিধানিক আইন, আইনের ব্যাখ্যা ও প্রয়োগের নীতিমালা এবং দেওয়ানি আইন বিষয়ে তার গবেষণামূলক প্রকাশনা দেশের আইন ব্যবস্থাকে করেছে সমৃদ্ধ।

প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মাহমুদুল ইসলামের অদম্য এবং অনন্য ভূমিকা ভবিষ্যত প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। খ্যাতিমান আইনজীবী হিসেবে বিচারপ্রার্থী জনগণ তথা দেশবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।    

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।   

১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে ‘কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ’ এবং ‘ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস’।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।