জাতীয় সংসদ ভবন থেকে: আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী ২০১৬ সালে শূন্য থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি লুৎফা তাহেরের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি জানান, আদমশুমারি ও গৃহগণনা ২০১১ কর্তৃক প্রস্তুত করা পপুলেশন প্রজেকশন ও বাংলাদেশ: ডাইনামিকস অ্যান্ড টেন্ডস (২০১১-২০১৬) অনুযায়ী প্রাক্কলিত (প্রজেক্ট) ২০১৬ সালে ০-১৭ বছর বয়সী বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার (২,৯১,৮১,০০০)। তবে এই তালিকা প্রাক্কলনে বিভাগ ও জেলা ভিত্তিক তথ্য এখনও নেই।
এ ক্ষেত্রে মন্ত্রী বিগত শুমারির তথ্য উল্লেখ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত আদমশুমারি ও গৃহগণনা ২০১১ মোতাবেক বাংলাদেশের কন্যা শিশুর সংখ্যা জেলা ও বিভাগওয়ারী তুলে ধরেন।
তার দেওয়া উল্লেখিত শুমারিতে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে কন্যা মোট কন্যা শিশুর সংখ্যা হল ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৩৬ জন।
‘এর মধ্যে বরিশাল বিভাগে ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬১ হাজার ৩৫জন, ঢাকা বিভাগে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএম/এমএ
** আইন করেও প্রশ্নের উত্তর পেলেন না সাবেক তথ্যমন্ত্রী
** জঙ্গি দমনে দায়িত্বশীলতার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ