ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে রাশেদ মিনহাজ (২৮) নামে এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, যাত্রাবাড়ীর আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এসে রাশেদ অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করান ওই ব্র্যাঞ্চের সেকেন্ড অফিসার হাসিব ইমরান।
হাসিব ইমরান বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি ব্যাংকের ভেতর এসে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার কাছ থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি জমা বই পাওয়া গেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বাইরে থেকে অজ্ঞান পার্টির কোনোকিছু খেয়ে ব্যাংকের ভেতরে এসেছেন। পরে সেখানে অচেতন হয়ে পড়েন।
ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জানান, ওই ব্যক্তি ফুড পয়জনিংয়ের শিকার। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/আরএইচএস/এসএস