নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তঘেঁষা তিস্তা নদীতে মাছ শিকারকালে আটক বাংলাদেশি জেলে মোশাররফ হোসেনকে (৩৬) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ধরে নিয়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেয় বিএসএফ।
মোশাররফ হোসেন ডিমলা উপজেলার চরখড়িবাড়ি গ্রামের মৃত. আব্দুস সামাদের ছেলে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, সোমবার রাত ৯টার দিকে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েন মোশাররফ। এ সময় বিএসএফ তিস্তাবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তিস্তাবস্তি ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সুর্য সিংয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল পতাকা বৈঠকের মাধ্যমে মোশাররফকে ফেরত দেয়।
বৈঠকে বিজিবির পক্ষে চরখড়িবাড়ি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরীর নেতৃত্বে অংশ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিজিবির ছয় সদস্য।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর