গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্জুয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ আশকুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধারসহ স্বামী মনিরুল ইসলামকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, মনিরুল এবং আঞ্জুয়ারা দম্পতির তিনটি সন্তান রয়েছে। মনিরুল বেকার ও ভবঘুরে হওয়ায় সংসারে অশান্তি লেগেই থাকতো। দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মনিরুল আঞ্জুয়ারাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যায় আঞ্জুয়ারা।
এ ঘটনার প্রতিবাদে প্রতিবেশী লোকজন ক্ষিপ্ত হয়ে মনিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থল থেকে গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, মৃত আঞ্জুয়ারার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ