ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে চুলা থেকে নিঃসরিত গ্যাসে দগ্ধ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
গুলশানে চুলা থেকে নিঃসরিত গ্যাসে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর গুলশানের একটি বাড়িতে চুলা থেকে নিঃসরিত গ্যাস থেকে আগুন লেগে দগ্ধ তিন নারীর মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম শারমিন আক্তার শরীফা।

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বাড়িতে চুলা থেকে নিঃসরিত গ্যাস থেকে আগুন লেগে দগ্ধ তিন নারীর মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম শারমিন আক্তার শরীফা।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য‍ু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, গুলশানের একটি বাড়িতে তিন নারী দগ্ধ গ্যাস লাইনের লিকেজের (ছিদ্র) কারণে হয়নি। রান্নাঘরে গ্যাসের চুলা চালু থাকায় ‍অতিরিক্ত গ্যাস নিঃসরণ হয়। সোমবার সকালে চুলা জ্বালাতে গেলেই আগুনে দগ্ধ হন তিন নারী।

দগ্ধ অপর দুই নারী হলেন পারভিন আক্তার (৩৬)। তিনি গুলশানের ওই বাড়ির তৃতীয় তলায় বাবুর্চির কাজ করেন। আর বেদেনা আকতার (২০) হচ্ছেন তার সহকারী।

** ‘চুলা থেকে নিঃসরিত গ্যাসেই দগ্ধ তিন নারী’

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।