ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিশ্রুতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
প্রতিশ্রুতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প

ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ শুরু হয়নি এখনো। অথচ ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজো আশ্বাসের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মেগা প্রকল্পটি। এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

ময়মনসিংহ: ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ শুরু হয়নি এখনো। অথচ ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আজো আশ্বাসের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মেগা প্রকল্পটি। এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

শুধু এ প্রকল্পই নয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ বার্ন ইউনিট, পাগলা পুলিশ ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, গৌরীপুর ও নান্দাইলে ফায়ার সার্ভিস স্টেশন, গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আরো অনেক প্রকল্পই আটকে আছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ নতুন এসেছেন বা কেউবা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতাকে এসব প্রকল্প বাস্তবায়নে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন। আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।

প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কেন তাদের কাছে কোন তথ্য নেই, ফাইল কোথায় গিয়ে আটকে আছে, কেন আটকে আছে এসব প্রশ্নের সদুত্তরও তাকে দিতে পারেননি কেউ। আবার বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আচরণেরও প্রশংসা করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প এবং অন্যান্য প্রকল্পসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি’ বিষয়ক মতবিনিময় সভায় এসব দৃশ্যের অবতারণা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামসহ জামালপুর, শেরপুর, নেত্রকোণার জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএএএম/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।