ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লামায় ব্যাংক লুটের চেষ্টা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
লামায় ব্যাংক লুটের চেষ্টা, যুবক আটক

বান্দরবানের লামায় জনতা ব্যাংক লুটের চেষ্টা চালিয়েছে সশস্ত্র এক দল ডাকাত। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

বান্দরবান: বান্দরবানের লামায় জনতা ব্যাংক লুটের চেষ্টা চালিয়েছে সশস্ত্র এক দল ডাকাত। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজার এলাকার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে জনতা ব্যাংকে সশস্ত্র ডাকাত দল ব্যাংকের নৈশ প্রহরী আনসার সদস্য জমির উদ্দীনকে (৩২) ছুরিকাঘাত করে ব্যাংক লুটের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় রবিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। তবে ব্যাংকে কোনো অর্থ লুট হয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআরএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।