ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নিল জেলা প্রশাসন।
এ উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এসময় তিনি বলেন, নবান্ন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি তাহলে আমাদের মধ্যে বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোআরা বেগম জেলার শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকেলে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ