ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
রাজধানীতে ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ভবন থেকে পড়ে হাবিব হোসেন (৩০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। হাবিব হোসেন বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ভবন থেকে পড়ে হাবিব হোসেন (৩০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

হাবিব হোসেন বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুরের মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবের সহকর্মী রতন বাংলানিউজকে জানান, দুপুরে মণিপুর কাঁঠালতলা এলাকার সুজন সাহেবের বাড়িতে রংয়ের কাজে করতে গিয়ে চারতলা থেকে পড়ে গুরুতর আহত হন হাবিব।

দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজেডএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।