রাজশাহী: রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ছিঁড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভবনের নিচতলা থেকে লিফটের পাঁচতলায় যাওয়া সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আহতরা সবাই ওই কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী।
হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ক্লাস ছিলো। এর কয়েক মিনিট আগে নিচতলায় প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী লিফটে ওঠেন। দুইতলা পার হওয়ার পর লিফটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
তিনি জানান, লিফটের ধারণক্ষমতা মাত্র আটজন। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় সবাই তাড়াহুড়ো করে লিফটের মধ্যে উঠে গিয়েছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে।
তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসএস/আরআইএস/জেডএস