ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পিঠা খাওয়ার মধ্য দিয়ে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
চুয়াডাঙ্গায় পিঠা খাওয়ার মধ্য দিয়ে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধান কাটা ও নতুন চালে তৈরি পিঠা খাওয়ার মধ্য দিয়ে নবান্ন উৎসবে মেতেছেন চুয়াডাঙ্গাবাসী।

চুয়াডাঙ্গা: ধান কাটা ও নতুন চালে তৈরি পিঠা খাওয়ার মধ্য দিয়ে নবান্ন উৎসবে মেতেছেন চুয়াডাঙ্গাবাসী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা সদরের গাড়াবাড়ীয়া গ্রামে এ উৎসব শুরু হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় অনেকের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাশরুর উপস্থিত ছিলেন।

পরে ওই গ্রামের সব চাষি বাড়িতে ঘরোয়াভাবে পিঠা উৎসব করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।