ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বরিশাল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের চিকিৎসাসেবার উন্নয়ন ও শয্যা সংখ্যা ২৫০-এ উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বরিশাল: বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের চিকিৎসাসেবার উন্নয়ন ও শয্যা সংখ্যা ২৫০-এ উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসাসেবা উন্নয়ন কমিটির সদস্য সচিব কাজল ঘোষ।

এতে বক্তব্য রাখেন- হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির উপদেষ্টা সৈয়দ আনিসুর রহমান, ডা. মিজানুর রহমান, অ্যাডভোকেট একে আজাদ, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, জীবন কৃষ্ণ দে, রহিমা সুলতানা কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।