ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে নানা আয়োজনে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বড়াইগ্রামে নানা আয়োজনে নবান্ন উৎসব

বাহারি পিঠা, নাচ ও গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

নাটোর: বাহারি পিঠা, নাচ ও গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবান্ন উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল, সম্পাদক মিজানুর রহমান ও ডা. রঞ্জন কুমার দত্ত প্রমুখ।

পরে স্থানীয় আমন্ত্রিত অতিথিদের আয়োজনে নাচ ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নবান্নের গান গেয়ে সবাইকে মুখোরিত করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।