ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৮ নভেম্বর) লংমার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জড়িতদের বিচার দাবিতে দেওয়া আল্টিমেটাম শেষে মঙ্গলবার (১৫ নভেম্বর) ফের শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা।
মাইনরিটি রাইটস মুভমেন্টের প্রদীপ চন্দ্র বলেন, আগামী শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় নাসিরনগর অভিমুখে লংমার্চ করা হবে। লংমার্চের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে দেওয়া হবে স্মারকলিপি।
তাদের এ দিনের কর্মসূচিতে আশেপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা লংমার্চের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন।
তারা দাবি করছেন, ছয় দফা। যার মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুলহকসহ স্থানীয় প্রশাসনের অব্যাহতি।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসকেবি/আইএ