ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে নবান্ন উৎসবে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
কুড়িগ্রামে নবান্ন উৎসবে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবান্ন উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

কুড়িগ্রাম: নবান্ন উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
পরে কুড়িগ্রাম পৌর চত্বরে আয়োজিত পিঠা উৎসবে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পৌর মেয়র আব্দুল জলিল, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
 
নবান্ন উৎসবে দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা, জারি-সারি গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম পৌরসভা চত্বরে ২০টি স্টলে পুলি পিঠা, তেল পিঠা, গোলাপ পিঠা, পাটি সাপটা, দুধ পিঠা, ছিম পিঠা, গরগরিয়া পিঠা, ভাপা পিঠাসহ বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।