ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হলে শহীদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাসিরনগর সদরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, নাসিরনগরের ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটানো হয়েছে। এর নেপথ্য নায়কদের গ্রেপ্তার না করা হলে আমরা গণ-আদালতে তাদের বিচার করবো।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন- দলের সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সাধারণ সম্পাদক তৈমুর রেজা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই