ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে নবান্ন উৎসবে নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বরিশালে নবান্ন উৎসবে নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

বরিশাল: বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

স্ব স্ব জেলা প্রশাসনের উদ্যোগে শহরগুলোতে নবান্ন উৎসবের কর্মসূচি হাতে নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দুর্গাসাগর দিঘির পাড়ে জমকালো উৎসবের উদ্বোধন করেন-বিভাগীয় কমিশনার মো. গাউস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

পরে দিঘির পাড়ে লোকজ নাচ, গান ও নাটিকা প্রদর্শন করা হয়। এছাড়া আয়োজন করা হয় পিঠাপুলির। বসে হরেক রকমের মাটির খেলনার পসরা।
এদিকে, ঝালকাঠি সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় নবান্ন উৎসবের।

অপরদিকে, পটুয়াখালীতে নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে পৌর শহরের ব্যায়‍ামাগারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।