নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্মিতব্য তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মোক্তারপাড়া এলাকায় এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।
এ উপলক্ষে পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ হামিদ খাঁন ও প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী জয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান বক্তব্যে বলেন, সংবাদ বস্তুনিষ্ঠ হলে সমাজ ও দেশ অগ্রগতির দিকে দ্রুত এগিয়ে যাবে।
সরকারি অর্থায়নে নেত্রকোনা জেলা গণপূর্ত অধিদপ্তর এক কোটি ১১ লাখ টাকা ব্যয়ে জেলা প্রেসক্লাব ভবন নির্মাণ করছে। ২০১৭ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/